রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নওগাঁয় আলতাদিঘী জাতীয় উদ্যানে অতিথি পাখির আগমন
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে শীতকালের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে আলতাদীঘি জাতীয় উদ্যানের চারপাশে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে আপনমনে অতিথি পাখি। অতিথি পাখির কোলাহলে যেন প্রকৃতির অপরূপ সাজে সেজেছে আলতাদীঘি জাতীয় উদ্যান। চারিদিকে শাল গাছের ঝরা শুকনো পাতার সন সন শব্দ আর পাখির কিচিরমিচি জাতীয় উদ্যানে আসা দর্শনার্থীদের মন কেড়েছে। এমন মনমুগ্ধকর পরিবেশে একবার ঘুরে এলে মনের ভেতরে তৈরি হবে এক স্বপ্নের বসবাস। নিমিষেই মনের মধ্যে জমে থাকা দুঃখ বেদনা ভুলিয়ে ফিরে আসবেন নতুন এক জীবনে। বুধবার (২০ ডিসেম্বর ২১) দেখাগেছে শীতের কুয়াশা ভেজা ভোরের পদ্ম পাতার উপরে বসে থাকা সারি সারি পরিযায়ী পাখি। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশ থেকে দলে দলে এসে ঝাঁক বেঁধেছে দিঘীজুরে। এদের মধ্যে উল্লেখযোগ্য-বালিহাঁস,চিনা হাঁস, রাজ সরালি,পাতি সরালি, রাজহাঁস, মান্দারিন হাঁস, গোলাপি রাজহাঁস,ঝুটি হাঁস,চকাচকি, বুনোহাঁস,ডুবোরী,কালো হাঁস,লালশির,জলপিপি,নীলশীর,হরিয়াল, মানিকজোড়, গাংচিল, কাদাখোচা, রামঘুঘ সহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি।নওগাঁ জেলার পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আলতাদীঘি জাতীয় উদ্যান। তথ্য অনুসন্ধানে জানা গেছে রাজশাহী সামাজিক বন বিভাগের আওতায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পাইকবান্দা রেঞ্জ অধীনে ধামইরহাট বিটে অবস্থিত। ২০১১ সালে পবম-বন-শা-২-৪৮-২০১০-৩৭৮ নাম্বার প্রজ্ঞাপন মূলে "আলতাদিঘী জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৬১কি:মি: উত্তর ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে এবং জয়পুরহাট জেলা শহর থেকে ১৯কি:মি: পশ্চিমে এ জাতীয় উদ্যানের অবস্থান। নওগাঁ জেলার সর্ব বৃহৎ এই দীঘির মোট আয়তন ৫৫.৪৬ একর (পাড় সহ) যার দৈর্ঘ্য ১.২০ কি:মি: এবং প্রস্থ ০.২০ কি:মি:। দিঘীরপাড়ের আয়তন ২১ একরের মালিকানা বন বিভাগের এবং ৬.১৩ একর ১ নাম্বার খাস খতিয়ান ভুক্ত। উল্লেখ্য, শুধু আলতাদিঘী জলাশয়ের আয়তন ৪২.৮১ একর। দিঘিটির উত্তর- দক্ষিণ-পূর্ব ও পশ্চিম পাড়ে রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছের অপরূপ বাগান। অপরদিকে দক্ষিণ-পশ্চিমে মইশর ও পশ্চিম পাশে দাদনপুরে রয়েছে প্রকৃতিক শালবন। এছাড়াও জাতীয় উদ্যানের পাশের ১৭.৩৪ হেক্টর বনভূমিকে ২০১৬ সালের ৯ জুন তারিখে বাংলাদেশ বন অধিদপ্তর বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.