রাশেদুজ্জামান,জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভীমপুর ইউনিয়নে পিরা গ্রামে চড়া সুদ কারবারির ওএনজিও থেকে ঋন নিয়ে সময় মত দিতে না পেরে গ্রহিতা আদি বাসি যুবক নিমাই পাহান(২৯) গ্যাস বড়ি পানে আতœহত্যা করেছেন।ঘটনার খবর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক হাল রির্পোট অন্তে মৃত দেহ উদ্ধার পুর্বক রবিবার ২৮ মে আগষ্ট বিকালে নওগাঁ সদর হসপাতালে ময়না তদন্ত শেষে সজনদের কাছে হস্থান্তর করেছেন।স্থানীয়রা জানান,ভীমপুর আদিবাসি গ্রামের বয়তুন পাহানের ছেলে নিমাই
পাহান(২৯)পরিবারের আথিক সংকটে পরে এলাকার জনৈক লিটন নামের চড়া সুদ কারবারির কাছে থেকে প্রতি সপ্তাহে ১২শত টাকা লাভ দেওয়র সার্থে ১২ হাজার টাকা গ্রহন করেন এক দিকে দুই সন্তান স্ত্রী সংসার চালাতে ও অপর দিকে সুদের টাকা দিতে গিয়ে দিশেহারা হয়ে পরেন নিমাই পাহন এ ভাবে একাধিক এনজিও থেকে কিস্তি নিয়ে চড়া সুদের টাকা দিয়েছন। নিমাই পাহান লেবার হিসেবে কাজ করে কিস্তির টাকা দিতে গিয়ে চড়া সুদের টাকা দিতে না পারায় চড়া সুদ করিবারি নিমায় পাহানের উপর চাপ সৃষ্টি করেন।
সর্ব শেষ শনিবার চকগৈরি হাটের লিটন সহ তিন জন নিমাই কে সুদের টাকা দিতে চাপ দেওয়ায় দিশে হারা হয়ে স্ত্রী সকালী রানী তার বোনের বাড়ি থেকে টাকা নিতে যাবার পথে আবারও চাপ প্রয়োগ করার কারনে,হতাশাগ্রস্থ হয়ে গ্যাস বড়ি
পান করে অসুস্থ হয়ে পরেন। এ সময় নিমায় গ্যাস বড়ি খাওয়ার কথা প্রকাশ করলে
এলকাবাসি তাকে হাসপাতালে নিয়ে যান সেখানেই তার মৃত্য হয় মৃতদেহ বাড়ি
আনার পর ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্ত শেষে রবিবার
বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করেন।এ ব্যাপারে নিহতর স্ত্রী সকালী রানী পাহান বলেন সুদের টাকার জন্য চাপ দিলে
স¦ামী নিমাই আমাকে আমার বৈানের বাড়ি থেকে ধারে টাকা আনতে পাঠান
আমি বাড়িতে না আসতেই সুদারু আমার স্বামীকে আবারও টাকার জন্য চাপ
দেয় সুদারুদের চাপের কারনে আমার স্বামী গ্যাস বড়ি খেয়ে আতœহত্যা করেন।
এব্যাপারে আদিবাসি রেবেকা সরেন বলেন নিমাই পাহানের মৃত্যুর ঘটনা খুব
কষ্টদায়ক যাদের কারনে নিমাই আতœ হত্যা করেছে তাদেরকে আইনের আওতায়
আনতে প্রশাসনের কাছে পদক্ষেপ কামনা করেন তিনি
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন আদিবাসি যুবকের মৃত্যর খবর
পেয়ে উর্দ্ধতন কর্মকর্তাও আমি নিজে সহ থানার ওসি(তদন্ত) ীমলে ঘটনাস্থল
পরিদর্শন করা হয়েছেমৃতদেহ উদ্ধার পূর্বক নওগঁি সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে
ময়না তদন্ত শেষে সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে পাশাপাশি ঘটনা উদঘাটনের
কাজ চলমান রয়েছে তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর সঠিক খবর জানা
যাবে বলে যানান ওসি