নওগাঁ প্রতিনিধি ঃ জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁয় বাড়ীর প্রাচীর ভাংচুরসহ
গৃহবধুর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে নওগাঁ
পৌর এলাকার চকএনায়েত দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার নওগাঁ
সদর মডেল থানায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম (উজ্জল) একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ পৌর এলাকার চকএনায়েত দক্ষিণপাড়া মহল্লার মৃত
ইয়াবুক আলী সরদারের ছেলে জাহিদুল ইসলাম (উজ্জল) পৌত্রিক সূত্রে পাওয়া জমিতে পাকা
বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি প্রাচীর
সংস্কার করে নতুন করে কাজ করছেন। কিন্তু প্রতিবেশী শহিদুল ইসলাম (লিটন) নিজের
জমি দাবি করে সিয়ামসহ ৮/৯ জন বাহিনী নিয়ে এসে নির্মাণ কাজ বন্ধ করতে
বাঁধা প্রদান করেন।
এসময় উজ্জলের স্ত্রী মোছা: রিভা, মা জাহানারা ও শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ
করে প্রাচীর ভাংচুর করে। পরে শ্রমিকদের মারপিট করা হয়। এসময় স্ত্রী ও মা প্রতিবাদ
করায় তাদের এলোপাতারি মারপিট করে জখম করা হয়।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে লিটন তার দলবল নিয়ে ভয়ভীতি
প্রদর্শন করে খুন-জখম করার হুমকি দিয়ে চলে যায়। আহত গৃহবধু রিভা নওগাঁ সদর
হাসপাতাকে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে আছে।
ইতিপূর্বে জাহিদুল ইসলাম (উজ্জল) কে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে দুই
জনের নাম উল্লেখ করে ২০১২ সালের ৫ আগষ্ট থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা
হয়েছে।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের কাজে লাগিয়ে দিয়ে বাহিরে ছিলাম। পরে
জানতে পারি প্রতিবেশি শহিদুল ইসলাম (লিটন) বাড়ীর প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করা
সহ ভাঙচুর করে। স্ত্রী ও মা প্রতিবাদ করায় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক
পর্যায়ে স্ত্রীকে তারা এলোপাতারি মারপিট করে রক্তাক্ত করে। আমার অসুস্থ্য বৃদ্ধ মাকেও
মারপিট করা হয়। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে
আছি। যে কোন সময় পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম (লিটন) বলেন, আমার নিজ নামিয় জমিতে উজ্জল
প্রাচীর নির্মাণ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে কাজে বাঁধা
প্রদান করা হয়। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। কাউকে মারপিট করা হয়নি।
তারাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাড়ী ঘর ভাংচুর করা হয়নি। তারাই ভাংচুর করে
আমাকে ফাঁসানোর জন্য থানায় অভিযোগ করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]