এসময় নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পোষাক তৈরী, গবাদি পশু পালন, মোবাইল সার্ভিসিং, মৎস্য চাষ এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সদর উপজেলার ২১ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ৯ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরন করেন প্রধান অতিথি। এছাড়াও চলতি বছরে জেলার শ্রেষ্ঠ চারজন উদ্যোক্তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর শফিকুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদ আক্তার ও ফজলুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।