রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
নওগাঁয় জুয়ার আসর থেকে শিক্ষক সহ আটক-১৩
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নওগাঁর বদলগাছীতে জুয়ার আসর থেকে শিক্ষক সহ ১৩ জুয়ারী আটক।বদলগাছী আধাইপুর গ্যাল্লাপাড়া গ্রামে মো বিপুল হোসেন (৫৮) পিতা কালু মন্ডল এর বাড়ি জুয়ার আসরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় যে,২২/০৭/২১ রাত ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে বদলগাছী থানার উপ পরিদর্শক আবু সামা সংগীয় ফোর্স সহ জুয়ার আসর থেকে নগদ ১৯৯৩০ টাকা রেজিষ্টেশন বিহীন ডিসকোভার ১১০ সিসি এবং পালসার ১৫০ সিসি মোটর সাইকেল এবং তিন প্যাকেট তাস সহ ১৩ জন জুয়ারীকে আটক করেছে। আটকৃতরা হলেন- বদলগাছী থানা এলাকার মো জুয়েল হোসেন পিতা মৃত সিরাজুল ইসলাম (৫৮) নাসির উদ্দিন পিতা মৃত মসলেম উদ্দিন (৪৫) নাসির উদ্দিন পিতা আফসার আলি (৩৩) জলিল পিতা আছির উদ্দিন (৫৫) মো রাকিব পিতা লোকমান (৪৩) মো মিঠু পিতা এজাহার (৪৫) সুমন কুমার পিতা কাঞ্চন কুমার (২৩) মো ধলা পিতা খাজাম উদ্দিন (২৮) আজিজুল হক পিতা আফাজ উদ্দীন(৫৪),বদল চন্দ্র পিতা নিখিল চন্দ্র (৩৫) রন্জু পিতা তাছের( ৩৪) মো নাছিম পিতা আজাহার আলি(২৮) বিপুল হোসেন (৫৮) পিতা কালু মন্ডল পলাতক রয়েছে। এ বিষয়ে বিপুল হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসি জানাই প্রায় প্রায় বিপুল হোসেনের বাড়িতে রাতে টাকার বিনিময়ে জুয়ার আসর বসে এবং মাদক কারবারি লোকজনের যাতায়াত আছে। কোন না কোন ভাবে বিপুল হোসেন ধরাছোয়ার বাহিরে থাকে। বদলগাছী থানার অফিসার ইনচার্য আতিকুল ইসলাম বলেন বিশ্বাস্থ্য সোর্সের মাধ্যমে জানতে পারি বিপুল হোসেনের বাড়িতে জুয়ার আসর বসেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলার সরন্জামদি সহ ১৩ জন কে আটক করা হয়েছে।এবং ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে আসামিদের কে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা নং ২১।পলাতক আসামি বিপুল হোসেন কে গ্রেপতারের চেষ্টা চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.