রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
নওগাঁয় জোড়ালাগা কন্যা শিশুর জন্ম
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর পোরশায় জোড়া লাগা ২টি কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার সরাইগাছি মোড়ের ইসলামি ল্যাব এন্ড হাসপাতালে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। হাসপাতালের কর্তব্যরত ডাঃ আহসান হাবিব জানান,গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলম তার গর্ভবতী স্ত্রী ফিরোজা খাতুন কে সকালে হাসপাতালে নিয়ে এলে ডা. নুর মোহাম্মদ তাকে সিজার করেন। এ সময় পেট জোড়া লাগানো অবস্থায় দু’টি মেয়ে শিশুর জন্ম হয়। মা সুস্থ্য রয়েছে। শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিলো, তারা শিশু দুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। কিন্তু তারা এখনি ঢাকায় না গিয়ে আবারও আমাদের হাসপাতালে ফিরে এসেছে। শিশু দুটি বর্তমানে শিশু ডাক্তারের তত্বাবধানে রয়েছে।শিশু দুটির বাবা জাহাঙ্গীর আলম জানান, শিশুদের রাজশাহীতে নিয়ে গেছিলাম, ডাক্তারেরা ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছে কিন্তু আর্থিক সমস্যার কারনে এখোনি নিয়ে যেতে পারেনি। সবার সহযোগীতা ছাড়া এতো ব্যায়বহুল অপারেশন আমার পক্ষে সম্ভব নয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.