রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬
নওগাঁয় দেয়াল ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নওগাঁর আত্রাইয় উপজেলায় দেয়াল ধসে সালমান সাকিব নেহাল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়। সালমান সাকিব নেহাল উপজেলা পাঁচুপুর গ্ৰামের মোঃ ফিরোজ এর ছেলে।শিশুটির বড় বোন আরিফা ইয়াসমিন বলেন, শনিবার বিকেলে ৫ টার দিকে পাঁচুপুর গ্ৰামের ডাঃ মোঃ আক্কাছ আলীর কাছে নিহত শিশুর মা মোছাঃ সাথী (৩২) ডাক্টার দেখাতে যায়। কোন এক সময় সকলের আড়ালে ডাক্তারের বাড়ির গেটের সামনে সাকিব খেলা করছিল। এক সময় গেটের পাশে থাকা পুরাতন দেয়ালের একাংশ তার ওপরে ধসে পারে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করে।আত্রাই থানার তদন্ত (ওসি) মোঃ মোজাম্মেল কাজী জানান, শিশুটির মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় আমরা শিশুটিকে তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.