ইলেকট্রনিক্স প্রচারের ব্যাপারে উপস্থিত সাংবাদিকদের অধিকতর সংবেদনশীল হওয়ার দাবী জানানো হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা পারভিন আকতার, শাহানাজ আক্তার নাইচ, আফেলাতুন নেছা, মরিয়ম আক্তারী, আছিয়া বেগম, মর্জিনা বেগম, রাহেলা চৌধুরী, মমতাজ চৌধুরী, রোকেয়া সুলতানা ফেন্সী, সাবিনা ইয়াসমিন নিলূ প্রমূখ।
এসময় বক্তারা বলেন দেশের উন্নয়ন ত্বরান্বিতকরণে জনসংখ্যাা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের মোট জনসংখার অর্ধেক নারী। তাদেরকে পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের নিয়ে বেশি বেশি প্রচার ও তাদের পজেটিভ কাজগুলোকে তুলে ধরার মাধ্যমে অন্যদেরও উৎসাহ প্রদানে কাজ করতে সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়।