রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে নামা শিকারপুর গ্রামে শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগে বসত বাড়ির সহ ২০০ মন ধান ১২০ মন চাউল আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ক্ষয় ক্ষতির পরিমান ৩০ লক্ষ টাকা।রবিবার(১৮ সেপ্টেম্বর) বেলা দুপুর ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আগুনে ক্ষতিগ্রস্ত বসবাস কারি রুহুল আকন্দ জানান।আমি বাসায় ছিলাম হটাৎ করে, ভাবি বাচ্চা কোলে দোতালা থেকে নেমে এসে বলে আগুন লেগেছে আমি গিয়ে দেখি দুই তিন মিনিটের মধ্যে পুরো বাড়িতে আগুন লেগে গেছে তখন আমি ফ্যায়ার সার্ভিসে কল করি তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়।আগুন নেভার পর আমি তদারকি করে দেখি ৪টা ফ্রিজ চাতালে থাকা ২০০মন ধান,১২০ মন চাউল নগত ৫০ হাজার টাকা ৪ ভরি সোনা সহ আমাদের মোট ৯ টা ঘর পুরে ছায় হয়ে গেছে কোনো কিছু ব্যবহার উপযোগী অবশিষ্ঠ পাইনি। আনুমানিক আমাদের ৩০ লক্ষেরও বেশি ক্ষয় ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান,আনুমানিক দুপুর ২ টার দিকে নামা শিকারপুর আজাহার আকন্দের বাড়িতে সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ১০ মিনিট চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার ফাইটিং করে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি। যার কারণে আগুন বেশী ছড়াতে পারিনি। এর মধ্যে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে আনুমানিক ৫ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।