বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিশপাড়া গ্রামে আদিবাসী পল্লীতে বিষ পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে ।
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীমতি সোনালী (১৬) পিতা, শ্রী বিশ্বনাথ, সে অষ্টম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী । পারিবারিক কোলাহলের জেরে রাগে বশীভূত হয়ে ২৩ -ই জুন ( বুধবার) বিষপানে আত্বহত্যা চেষ্টা করলে পরে পরিবারের লোক জন জানতে পেরে তাকে জয়পুরহাট সদর হাসপাতাল নেওয়া হয় সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত ডাক্তার বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেওয়া কথা বলে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ও অবস্থার অবনতি হলে পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার ও তাকে ঢাকায় নেওয়ার কথা বলেন – পরে ঢাকায় নেওয়ার জন্য বাড়ীতে আনা হয় – ২৮ ই জুন (সোমবার) রাত ১১ টায় সে মারা যান।
বদলগাছী থানা (ওসি) আতিকুল ইসলাম (আতিক) বলেন – লাস টিকে মর্গে পাঠানো হবে এবং বদলগাছী থানায় (এ,ডি) মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ।