জোনায়েদ হোসেন, নওগাঁ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে কালভার্টটি দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা য়ায ত্রিমোহনী বাজার হইতে ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ এর সামনে দিয়ে কুজাইল বাজারে গিয়ে (নওগাঁ-আত্রাই) মহাসড়ক এ সংযুক্ত হয়েছে। ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ ও কুজাইল বাজরের মাঝপথে ঝুঁকিপূর্ণ কালভার্টি রয়েছে।
কালভার্টটি অনেক পুরাতন হওয়ায় এর এক পাশের নিচের অংশ ভেঙ্গে যাওয়ার কারনে কালভার্টি এক দিকে হেলে পরেছে। ফলে ওই এলাকায় কয়েক হাজার লোকজনের চলাচল ও সাপ্তাহিক হাট বাজারে ভারী যানবাহন নিয়ে যাওয়া আসার জন্য ওই কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কালভার্টটি এখনই সংস্কার করা না হলে ভারী যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাথে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমাদের ফসলি জমিতে সেচ দিতে এবং বন্যার পানি নদীতে নেমে যায় এই কালভার্ট দিয়ে। তাই আমাদের সরকারের কাছে অনুরোধ কালভার্টটি পুনর্নির্মাণ করে দেওয়া হোক।
এ বিষয়ে ৪নং ওযার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে কালভার্টি ভাঙ্গা আবস্থায় আছে। এ কারনে যানবাহন চলাচলের অসুবিধা হচ্ছে এবং ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করতেছে। এই কালভার্ট দিয়ে ফসলি জমি এবং গ্রামের বৃষ্টির পানি চলাচল করে। কালভার্টি যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই কালভার্টটি পুনর্নির্মাণ করতে হবে।
ইউপি চেয়ারম্যান মো: মকলেছুর রহমান এ সাথে কথা হলে তিনি জানান, কালভার্টি ভেঙে গেছে ও চলাচলের জন্য ঝুকিপূর্ণ হয়ে গিয়েছে এ বিষয়টি আমি জানি। আমাদের ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থ না থাকায় এলজিডি অফিসে জানানো হয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।