জসিম উদ্দিন বাচচু নওয়াপাড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতি সংবাদ সম্মেলন করেছে। গতকাল বুধবার (৯ মার্চ) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হায়দার মোল্যা। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘গত ৭ মার্চ সোমবার প্রথম আলো পত্রিকায় ‘সার তোলায় অনিয়ম, ঠকছেন চাষি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী মোল্যা বলেন, ‘ডিলারদের কাছ থেকে সার কিনে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্রি করেন। এসব দেখার কেউ নেই।’ বক্তব্য না নিয়ে আমার নামে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক। প্রকাশিত সংবাদে আমাদের সংগঠনের নামও ভুল লেখা হয়েছে। এহেন মিথ্যা বক্তব্য ও সংগঠনের নাম ভুল লেখায় আমি সহ আমার সংগঠন ও ব্যবসায়ীদের সুনাম নষ্ট হয়েছে। ভবিষ্যতে এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানাচ্ছি।’তিনি তাঁর লিখিত বক্তব্যে আরো বলেন, ‘আমি নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নই, সাধারণ সম্পাদক। আমার নাম হায়দার আলী মোল্যা নয়, আমার নাম মো. আলী হায়দার মোল্যা। নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা সরকার নির্ধারিত মূল্যে সকল প্রকার সার সহ অন্যান্য পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে ট্রান্সপোর্টের মাধ্যমে সুনামের সাথে সরবরাহ করে আসছে। সঠিক সময় সার পেয়ে কৃষক খাদ্যশস্য উৎপাদনে সফলতা অর্জন করে। কঠিন এ দায়িত্ব পালনে আমাদের সংগঠন অগ্রণীয় ভূমিকা পালন করে চলেছে। প্রথম আলো পত্রিকায় নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সংগঠনসহ আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোবারক হোসেন, সহ-সভাপতি লোকমান হোসেন, কোষাধ্যক্ষ কাজী গোলাম ফারুক, দপ্তর সম্পাদক মো. আব্দুল মান্নান, নির্বাহী সদস্য বিশ্বজিৎ ঘোষ, তরিকুল ইসলাম, মিলন মোল্যা, সদস্য আকরামুজ্জামান খোকন, সোহরাব হোসেন প্রমুখ।