রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২ | ২৪ শাওয়াল ১৪৪৬
নগরকান্দায় সোনালী ব্যাংকের শাখা উদ্ভোধন
রবিউল হাসান রাজিবঃ ১৪ই ফেব্রুয়ারী সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারে সোনালী ব্যাংক শাখার শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়েছে।
এ অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিঃ এর তালমা বাজার শাখার ব্যবস্থাপক সিনিয়র অফিসার মোঃ সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ ফরিদপুরের জেনারেল ম্যানেজার (জি এম) খোকন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ ফরিদপুরের (ডিজিএম) মকবুল হোসেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল মিয়া, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার ত্রিবেদী।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যক্তিবর্গসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিঃ এর প্রিন্সপাল অফিস ফরিদপুরের সিনিয়র অফিসার রুহুল আমিন।
উপজেলার অদূরে তালমা বাজারে অবস্থিত ব্যাংক প্রতিষ্ঠানে সুন্দর আকর্ষণীয় করে এ ব্যাংক শাখা উদ্ভোদন করা হয়েছে। অতীতে জরাজীর্ণভাবে ব্যাংক কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমানে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও গ্রাহক পর্যায়ের সদস্যদের মাঝে উৎফুল্ল দেখা দিয়েছে। একাধিক সদস্যদের সাথে কথা বললে তারা বলেন আমরা সুন্দর স্বচ্ছ পরিবেশে ব্যাংক কার্যক্রম করতে পারবো এটা আমাদের জন্য খুশির বিষয়। এছাড়াও এ ব্যাংক কর্মকর্তাদের সাথে ব্যাংকিং কার্যক্রমে সহযোগিতা পাবার জন্যে শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন তালমা বাজার সোনালী ব্যাংক লিঃ তালমা শাখার সিনিয়র অফিসার শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম আহম্মেদ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.