নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চক লাউডুবি গ্রামের আশরাফ শেখের এর শিশুকন্যা আখি ১১ সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায় ফুলসূতী ইউনিয়নের চক লাউডুবি গ্রামের আবু মাতুব্বরে ছেলে রুহুল মাতুব্বর মঙ্গলবার দিবাগত রাত এগারোটা সময় একি গ্রামের আরশাফ শেখের ঘরে ডুকে তার শিশু কন্যা আঁখির উপর ঝাপিয়ে পড়ে ও ধর্ষনের চেষ্টা চালায়। আঁখির চিংকারে আঁখির বাবা সহ বাড়ির লোকজন এসে আঁখিকে উদ্ধার করে ও রুহুল মাতুব্বরকে দৌড়ে পালিয়ে য়ায়।
এ বিষয়ে আঁখির বাবা আরশাফ শেখ বলেন নগরকান্দা থানায় মামলা করেছি নগরকান্দা থানার ওসি শেখ মোঃ সোহেন রানা বলে আঁখির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টা করা একটি আভিযোগ পাওয়া মাত্র আসামী রুহুল কে গ্রেফতার করে ধর্ষণের চেষ্টা মামলায় তাকে কোটে প্রেরন করি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]