নতুন বছরে দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুক্রবার সকালে তার সরকারি বাস ভবনে সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন। বলেন, নতুন বছরে করোনাভাইরাস থেকে মুক্তির মাধ্যমে জাতি পাবে নতুন গতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। ব্রিফিং শেষে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]