এম সালমান জমদ্দার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঙ্গরা বাজার যেন দখলদারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে! মাত্র এক বছর আগে সড়ক ও জনপথের কঠোর অভিযানে বাজারটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও, আবারও সেই একই জায়গায় দোকান-পাট গড়ে তোলা হয়েছে ।
গত বছর সড়ক ও জনপথের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তানভীর ফরহাদ শামীম এর নেতৃত্বে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নবীনগর বাঙ্গরা বাজারের অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছিল। তখন মনে করা হয়েছিল, জনদুর্ভোগের অবসান ঘটবে। তবে বাস্তবে তার উল্টো হচ্ছে।
রাতের আঁধারে আবারও নতুন করে গড়ে উঠছে শত শত দোকান। কোটি টাকার লেনদেনের মাধ্যমে বাজারটি আবারও দখল বাণিজ্যের কেন্দ্রে পরিণত হচ্ছে।
সরজমিনে গিয়ে জানা যায়,বাঙ্গরা বাজারের এক মাত্র যাত্রী ছাউনির জায়গাটিসহ দখল করে তিনটি দোকান নির্মান করে ভাড়া দেন আনোয়ার হোসেন পিন্টু। এ বিষয়ে আনোয়ার হোসেন পিন্টু বলেন, আমি জেলা পরিষদ থেকে লিজ নিয়ে দোকান ভাড়া দিয়েছি।
বাংগরা বাজারের দোকান দখল নিয়ে বিভিন্ন মহল উপজেলা যুবদল নেতা হাজী কাউছার জড়িত এমন প্রশ্নের জবাবে উপজেলা যুবদল নেতা হাজী কাউছার বলেন, আমার নামে এখানে কোন দোকান লিজ নেই এবং আমি এসব কোন কিছুর সাথে জড়িত নয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি,খুব দ্রুতই অতীতের মতো উচ্ছেদের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, জায়গাটি সড়ক ও জনপথের,।সড়ক ও জনপথ উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।ও
Notifications