আলামিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক মেয়র এডভোকেট শিব শংকর দাসের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় আজ বুধবার সন্ধায় পৌর এলাকার ভোলাচং বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হরমুজ সরদার, মোনাব্বর হোসেন, কাজী হেলাল, আবুল হোসেন, শাহ আলী, সফর চান, মনির হোসেন, দিদার আলম, সুমন মিয়া, আবুল হক, ফখরুল আলম, আমজাদ হোসেন, সেলিম মিয়া, নাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফকুর ইসলাম, বাছির মিয়া, আলম মিয়া, লুক্কু মিয়া সহ আরো অনেকে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার শিকার হয়ে নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নিহত রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের দয়ালনগর গ্রামের বাসিন্দা।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১০৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। নবীনগরের ১৬ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক মেয়র এড. শিব শংকর দাস, সহিদুল ইসলাম মালু, মোঃ নজরুল ইসলাম নজু, আবুল হোসেন আজাদ, আকরাম হোসেন, লোকনাথ চন্দ্র দেব, মিঠুন চন্দ্র দে, সুহেল দাশ, প্রিতম দাশ, রুবেল দাশ, মামুন সরকার, নবী সরকার, জগদীশ সাহা, ইসতিয়াক মিয়া, রিপন মুন্সি, সালাউদ্দিন সবুজ।
Notifications