সেখ মিহাদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি: নবীনগর পৌর এলাকার ১ ২ ও ৩নং ওয়ার্ড এর নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।শুক্রবার ১১/১১/২০২২ বিকালে নবীনগর ডাকবাংলোতে নবীনগর উপজেলার বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও সাংবাদিক সম্মেলনে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন এর পালিত পিতা আব্দুর রহিম,মাতা সুমাইয়া বেগম,স্বামী আব্দুল কুদ্দুস ও বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লিখিত বক্তব্যে বলেন,আমি শহীদ বীরমুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান এর মেয়ে,আমি ১৯৭১ সালের মার্চ মাসে জন্ম গ্রহণ করি।পরবর্তীতে আমার যখন বয়স ৩ বছর তখন আমার মায়ের পুনরায় বিয়ে হয় আব্দুর রহিম এর সাথে।সেই পরিবারে আমি ছোট থেকে মানুষ হয়েছি, আমার পালিত বাবা আমাকে শিশুকালে স্কুলে ভর্তি করিয়ে দেয়,আমি পড়াশোনা করার সময় স্কুল কর্তৃপক্ষ আমার বাবার নাম ভুলবশত পালিত বাবার নাম লিখে দেন।আমার এনআইডি কার্ডে বাবার নাম শহিদ ওয়াহিদুজ্জামান লেখা রয়েছে,সার্টিফিকেটে ব্যবহৃত পিতার নাম উল্লেখ রয়েছে আমার পিতার নাম।যা আমি সংশোধনের আবেদন করেছি।আমি শহীদ মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান এর সন্তান কিনা সেটা আমার মা এখানে উপস্থিত আছেন তাকে জিজ্ঞেস করতে পারেন।একটি অনিচ্ছাকৃত ভুল অর্থাৎ তিলকে তাল বানিয়ে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, একজন মা বলতে পারতেন তার সন্তানটি কার,আমার মা এখানে উপস্থিত তাকেই আপনার জিজ্ঞাসা করতে পারেন।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এনআইডি কার্ডে আর সার্টিফিকেটে পিতার নাম দুই ধরণের উল্লেখ থাকলেও আমার প্রকৃত পিতা কে সেটা আমার পালিত পিতা (আব্দুর রহিম)থেকে জেনে নিন। তিনি তো এখনো জীবিত।পরে উল্লেখিত পিতা আব্দুর রহিম নিলুফা ইয়াসমিনকে তার পালিত মেয়ে বলে স্বীকৃতি দেন,মাতা সুরাইয়া বেগম তার মেয়ে নিলুফা ইয়াসমিনকে শহীদ বীরমুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান এর সন্তান বলে দাবি করেন।উল্লেখ্য নবীনগর পৌরসভার নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের পিতার নাম জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে একাধিক জাতীয় ও স্থানীয় অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।তার পর থেকেই স্থানীয় ভাবে বিষয়টি ভাইরাল হন।এরই পরিপ্রেক্ষিতে এই সাংবাদ সন্মেলনের আয়োজন করেন তিনি।পুরো ব্যাপারটা মিথ্যা ও স্থানীয় এক নারী(সাবিনা ইয়াসমিন পুতুল)এর একটা ষড়যন্ত্র এবং অপপ্রচারের অংশ বলে দাবি করেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]