আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে ২০২৪ সালের দাখিল মেধাবৃত্তি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক বৃত্তিপ্রাপ্তদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ (০২ অক্টোবর) বুধবার সকালে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদরাসা প্রাঙ্গণে সমাবেশে মাদরাসার পাঁচ শিক্ষার্থী এর মধ্যে ট্যালেন্টপুল ইভা আক্তার, নিহা আক্তার ও কারিমা আক্তার। সাধারণ গ্রেড ঝুমা আক্তার ও মোঃ জিহাদ মিয়া। এই সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও জনপ্রতি এককালীন ৫ হাজার ও ২ হাজার টাকা প্রদান করা হয়। মরহুম জহিরুল হক খসরু মাস্টারের সহধর্মিনী গুলশান আরা বেগম ও প্রধান সমন্বয়ক রিফাতুল হক জানান, মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য উক্ত ট্রাস্ট এই কার্যক্রম অব্যাহত রাখবে। মেধাবী শিক্ষার্থীরা যেন সকল প্রকার সুবিধা নিয়ে লেখাপড়ার কাজ চালিয়ে যেতে পারে সেদিকে মনোযোগী হতে বলেন। গুলশান আরা বেগমের সভাপতিত্বে ও আশরাফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদরাসা প্রিন্সিপাল এনামুল হক কুতুবীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান। সপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল, সাংবাদিক জামাল হোসেন পান্না। উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি শফিউল্লাহ, ডা. সাইমুল হোসেন টিপু, মোবারক হোসেন প্রমুখ। মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত, হাম, নাত, জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং মরহুম জহিরুল হক খসরু মাস্টারের রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]