রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬
নবীনগরে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া কামনা
আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য কাজী নাজমুল হোসেন তাপস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. আনিছুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইন উদ্দিন মাইনু প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থান হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এর সাথে জড়িয়ে আছে দুঃসহ স্মৃতি। আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ আমরা পেয়েছি তা যেনো দলীয় কোনো কমিটির কারণে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থকতে হবে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.