আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি:‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেলার শেষ দিনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে ২৬ টি স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসারসহ অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচানা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.জাহাঙ্গীর আলম লিটন,সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন,নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছা,নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ।
পরে মেলায় অংশ গ্রহণকারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিগন।