আলামিন: নবীনগর উপজেলা প্রতিনিধ:বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর উদ্যাগে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির ৪র্থ দিনে
গতকাল বৃহস্পতিবার (১২/১২) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও দশম শ্রেনী হতে বাছাইকৃত গরীব ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত স্কেল, টিফিন বক্স, খাতা,ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোহাম্মদ হোসেন শান্তি তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরনামূল গান গেয়ে কবিতা আবৃত্তি করে ও স্লোগানে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।
বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাহাবুব আলম লিটন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন, নিলুফা আক্তার, সরাজিব আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লা, সহকারী শিক্ষক মুনমুন সরকার,ছাত্রী মারিয়া সরকার, সততা সংঘের সভাপতি মাওয়া ইসলাম, সেক্রেটারী শেখ আরিফিন রিয়াজ প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে কোরআান তেলোয়াত করেন ছাত্র ফাহিম উদদীন, গীতা পাঠ করেন ছাত্রী বৈশাখী রানী।