এম সালমান জমদ্দার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের শিবপুর হযরত সিরাজ শাহ (রঃ) এর মাজারে ভাঙ্গচুর ও খাদেম মোঃ খোরশেদ আলম (৫৫) ধারালো দা দিয়ে মাথায় জখম করে রিফাত ও রিপনসহ এলাকার কতিপয় দূর্বৃত্তরা। এতে মাজারের খাদেম মো. খুরশেদ আলমের মাথায় ৮ টি সেলাই লাগে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার (২১-০৩-২৫) দুপুর ১ টার দিকে মাজারের খাদেম মো. খুরশেদ আলমের দোকানে এসে অর্তকিত হামলা করে হযরত সিরাজ শাহর মাজারে ভাঙ্গচুর চালায় মৃত কালাম মিয়ার দুই সন্তান রিফাত মিয়া ও রিপন মিয়াসহ এলাকার নারী-পুরুষের একটি দল।
জোবেদা খাতুন বলেন, চিল্লাচিল্লি শুনে এসে দেখি আমার ছেলে খুরশেদকে দা দিয়ে কুপাচ্ছে প্রতিবেশি রিফাত, রিপনসহ এলাকার কয়েকজন। আমার ছেলে দৌড়ে দোকান থেকে বের হলে তারা পালিয়ে যায়।
মালেকা বেগম বলেন, মাজারে ভাঙ্গচুর শেষে খুরশেদের উপর হামলা করে রিফাত, রিপনসহ আরো অনেকে।
কামাল মিয়া বলেন, আমাদের সামনেই হামলা করে জখম করে পরে সবাই ধরাধরি খুরশেদকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আহত মাজারের খাদেম মো. খুরশেদ আলম বলেন, এরা অর্তকিত আমার উপর এসে ধারালো দা-সিনি দিয়ে হামলা করে মাথায় জখম করে। আমার মাথায় ৮ টি সেলাই দিতে হয়েছে।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, মাজারে ভাঙ্গচুর ও হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications