রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১ | ১৪ শাওয়াল ১৪৪৬
নবীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে কড়ইবাড়ী স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিদান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কড়ইবাড়ী জামে মসজিদের উত্তর পাশে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন বাশারুক উত্তরপাড়া মো. বাতেন মিয়ার ছেলে জিদান ১৮ ঘটনাস্থলে মারা যান। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনাস্থলের লোকজন জানান, আহত আরেক জন জাহিদ ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাথম বর্ষের শিক্ষার্থী বাড়ি লাউরফতেপুর।
ঘটনাস্থলের লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ছেলেটি মোটরসাইকেল নিয়ে নবীনগর থেকে বাড়িতে ফেরার পথে সে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের কড়ইবাড়ী নামক স্থানে এলে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের পেছনে বসা অন্য আরেক জন গুরুতর আহত অবস্থায় নবীনগর থানার পুলিশ এর সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মাহাবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে আসায় হয়েছে। আহত অন্য আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.