বাংলাদেশে অফিসের সময়সূচীতে বড় ধরনের পরিবর্তনের মাস দুয়েকের মাথায় আবারও নতুন সময়সূচী ঘোষণা করেছে সরকার।
ঘোষণা অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত, সাত ঘণ্টা করা হয়েছে। এখন যা আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত।
বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচী তারা নিজেরা নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছিল।
এছাড়া নতুন সময়সূচী ঢাকার যানজট কমিয়ে আনবে বলেও বলা হয়েছিল।
সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পর প্রথম কয়েকদিন ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, বিশেষ ঢাকার সড়কে এবং ব্যাংকগুলোতে কাজের সময় কমে যাওয়ার কারণে।
অনেকেই মনে করেন, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়সূচী থাকবার কারণে বড় শহরগুলোতে ভোরবেলায় অসহনীয় যানজট তৈরি হচ্ছিল।
এখন নতুন সময়সূচী চালু হলে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শুরুর সময়টা আর একইরকম থাকছে