নরসিংদী প্রতিনিধি খায়রুল ইসলামঃ নরসিংদীতে আগ্নেয়াস্ত্রসহ নিউটন কর্মকার (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সদর থানার উত্তর নাগরিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিউটন কর্মকার নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহলার নারায়ণ কর্মকারের ছেলে।
সোমবার রাতে পুলিশ পরিদশর্ক রুপন কুমার স্বাক্ষরিত জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদশর্ক মোস্তাক আহম্মেদ, নূরে আলম হোসাইন, সহকারী উপ পরিদশর্ক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। বিকাল সাড়ে তিনটার দিকে উত্তর নাগরিয়াকান্দিস্থ ভাই ভাই ভ্যারাইটিজ ষ্টোরের সামনের পাঁকা রাস্তার উপর হতে নিউটন কর্মকারকে আটক করা হয়। এসময় তার দখল থেকে ০১ রাউন্ড কার্তুজ লোডকৃত অবস্থায় একটি সচল পিস্তল উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।