রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১ | ১৪ শাওয়াল ১৪৪৬
নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম
নজরুল ইসলাম নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নরসিংদীতে একটি বেসরকারী হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রাহিমা বেগম নামের এক নারী। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বাসাইল এলাকার ওই হাসপাতালে এই ঘটনা ঘটে। রাহিমা বেগম নরসিংদীর পলাশের নোয়াকান্দা নতুন বাজার এলাকার প্রবাসী জাকির হোসেনের স্ত্রী।পরিবারটির সদস্যরা জানান, রাহিমার আগেও ১২ বছর ও ৯ বছর বয়সী দুইটি মেয়ে সন্তান রয়েছে। এবার একসঙ্গে আরও ৩টি সন্তানের জন্ম হল। এই তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। নবজাতকদের বাবা মালদ্বীপে থাকায় তাদের সরাসরি দেখতে পারেননি। তবে ছবি দেখেছেন।বেসরকারী হাসপাতালটির কর্তৃপক্ষ জানান, আজ দুপুর একটা থেকে তিরিশ মিনিট সময় ধরে গাইনী বিশেষজ্ঞ ডা. রাবেয়া মাহমুদের তত্বাবধানে রাহিমা বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। নবজাতক তিনটি জমজ বাচ্চা ও তাদের মা সুস্থ আছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.