নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে নরসিংদী জেলার সকল ইউনিটগুলোতে ধাপে ধাপে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে।
নরসিংদী জেলার জেলখানার মোড় এলাকায় আজ ১৭ ফেব্রæয়ারী রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সদস্যদের মাঝে ‘বডি ওর্ন’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
নরসিংদী জেলার ১ম পর্যায়ে ৭ থানায় ৭ টি এবং ট্রাফিক বিভাগে ৮ টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম জানিয়েছেন, 'বডি ওর্ন' ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। এর মাধ্যমে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে। এতে উভয় পক্ষ উপকৃত হবে এবং জনগণের কল্যাণ হবে। যেহেতু নরসিংদী শহর একটি ব্যস্তময় শহর তাই ট্রাফিকের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের এই ক্যামেরা দেওয়া হবে।
পুলিশ সুপার জানান, একজন পুলিশ অফিসার এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা এখন বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। শুধু নজরদারি নয়, পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে। ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে।
এদিকে জেলাখানার মোড় এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্য সার্জেন্ট সালাউদ্দিন সংবাদকর্মী রুদ্রকে বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয় নরসিংদী জেলার ট্রাফিক বিভাগে ৮ টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করায় আমাদের কাজের গতিবিধি অনেকটা বেড়ে যাবে এবং এতে আমরা অনেক উপকৃত হলাম।
এদিকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন নেতা সহ সদস্যরা সংবাদকর্মী রুদ্রকে বলেন, বর্তমানে নরসিংদী জেলা থেকে দুর্নীতি এবং যানজট নিরসনের লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয় খুবই নিষ্ঠার সহিত কাজ করছে। তাই আমাদের পরিবহন পরিবারের পক্ষ থেকে এ জেলার আইন প্রশাসনের সকলকে জানাই অভিনন্দন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]