নরসিংদী প্রতিনিধি মো: খায়রুল ইসলামঃ আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা ও ৬০০’শ পিছ ইয়াবা উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- শরীফা আক্তার (২২), মনির (১৯), আমজাদ হোসেন (২০), বানিরুল ইসলাম (২৪), মোবারক বেপারী (২৭), তাসলিমা আক্তা (২৭) ও রতন মৃধা (২৫)।
জানা গেছে, নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী সদর, রায়পুরা ও বেলাব থানার বিভিন্ন এলাকা থেকে এ সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী উলেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এব্যাপারে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: জাকিরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]