মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি,নরসিংদী: নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির তিব্র নিন্দা প্রতিবাদ।নরসিংদী জেলায় সম্প্রতি একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। সাংবাদিকদের ক্যামেরা ভাঙ্গাচুর, মোবাইল ছিনতাই এবং শারীরিক লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে বলেন সাংবাদিকদের উপর হামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে ও শাস্তির দাবী জানাচ্ছি ।
সাম্প্রতিক ঘটনায় নরসিংদীর হাজিপুরে তিন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে, মেঘনা বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুল্লাহ নাগরিক টিভির এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়েছেন। এছাড়া, শিবপুরের কারারচর, মনোহরদী ও মাধবদীতে সাংবাদিকদের উপর হামলার খবর পাওয়া গেছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের হামলা বন্ধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
Notifications