মো: খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নরসিংদীতে পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টায় নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চটার্মিনালের সামনে থেকে তাদের আটক ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার পায়েশকা এলাকার মোঃ আলফাজের ছেলে সঞ্জু মিয়া (২৪), শেরপুর জেলার শ্রীবরদী কুরুয়া এলাকার মোরশেদ শেখের ছেলে সজিব শেখ (৩২) ও একই এলাকার কাহের আলীর মেয়ে তাসলিমা খাতুন (২৭)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এর নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় তিনজনকে আটক ও তাদের দখল থেকে পুটলি বাঁধা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌপথে নরসিংদীতে এসে সড়কপথে টঙ্গীতে গাঁজার চালান সরবারাহ করছিল। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]