মো: আল আমিন, বিশেষ প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বি এন পি কতৃক ১৫/৩/২৫ শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিলমান্দী ইউনিয়ন ৫নং বি এনপি আয়োজিত ইফতার ও দোআ মাহফিল বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুল মাঠে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি জি রশিদ নওশের সহ,সভাপতি নরসিংদী জেলা বিএনপি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:বোরহান উদ্দিন সভাপতি,শিলমান্দী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মো:হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক শিলমান্দী ইউনিয়ন বি এন পি আরো উপস্থিত ছিলেন শফিউল্লাহ মৃধা সহ সভাপতি শিলমান্দী ইউনিয়ন বি এন পি।স্বপন মৃধা সহ সভাপতি শিলমান্দী ইউনিয়ন বি এন পি।
মোগল মেম্বার সহ সভাপতি শিলমান্দী ইউনিয়ন বি এনপি। মাহবুব আলম নয়ন ভাই সিনিয়র সহ সভাপতি,স্বেচ্ছাসেবক দল নরসিংদী সদর। মো:জাকির মিয়া আহবায়ক স্বেচ্ছা সেবক দল শিলমান্দী ইউনিয়ন।
জয়নাল সরকার সহ সাংগঠনিক সম্পাদক শিলমান্দী ইউনিয়ন বি এনপি। বাবলু খন্দকার দপ্তর সম্পাদক শিলমান্দী ইউনিয়ন বি এনপি। মো: সুৃমন গাজী ৪ নং ওয়ার্ড বিএনপি।
Notifications