নাটোরে একই দিনে তিন সহোদরের মৃত্যু হয়েছে। এঁদের দুজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন এক ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তিরা হচ্ছেন নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), তাঁর বড় ভাই মো. বাবলু (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।
শুক্রবার (০৯ জুলাই) মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে আপন তিন ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান। এ খবর শোনা মাত্র তার আপন বড় ভাই বাবলু রহমান চাকরামপুর নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।
এদিকে তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনিও মারা যান।
শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদ মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্থানে দুই ভাই পচু ও বাবলু রহমানকে কবর দেওয়া হয়েছে।
শনিবার আরেক ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]