মুন্সিগঞ্জ প্রতিনিধি
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। দীর্ঘদিন ধরে এই নৌরুটে সীমিত পরিসরে ছোট ফেরিগুলো চলাচল করছিল।
তিনটি ছোট ফেরি চ্যানেল দিয়ে চলাচল করতে গিয়ে নাব্যতা সংকটের কারলে আটকে গিয়েছিল।
সোমবার বিকেল ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে চলাচলরত পাঁচটি ফেরি বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, চায়না চ্যানেল দিয়ে কুমিল্লা, কাকলি ও কিশোরী ফেরি আসার পথে নাব্যতা সংকটের কবলে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই শুধু দিনের বেলা ৪-৫টি ফেরি চলাচল করছিল এই নৌরুটে। সকাল থেকে পাঁচটি ছোট ফেরি চলছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। সন্ধ্যা ৬টায় প্রতিদিন ফেরি বন্ধ রাখা হচ্ছে। আগামীকাল সকালে চ্যানেলের পরিস্থিতি দেখে আবার ফেরি চালু করা যেতে পারে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে ছোট বড় মিলিয়ে ৭০টির মতো যানবাহন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]