নামিবিয়ার বিপক্ষে ৬২ রানের বিশাল জয় পেল আফগানিস্তান। আফগানদের ছুড়ে দেওয়া ১৬১ রানের জবাবে ৯৮ রান করতে পারে নামিবিয়া। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করে ডেভিড উইজে। এ জয়ে ৩ ম্যাচে ২ জয় এবং এক হার নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান।
ম্যাচের প্রথম থেকেই নামিবিয়াকে চেপে ধরে আফগান বোলাররা। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নামিবিয়া। ১১তম ওভারে আফগান বোলার হামিদ হাসানের এক ওভারে দুই উইকেট নিয়ে নামিবিয়াকে ম্যাচ থেকে ছিটকে ফেলে। এরপর নিয়মিত উইকেট হারালে ৯৮ রানেই থামে নামিবিয়ার ইনিংস।
এদিকে আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন নাভিন এবং হামিদ। এছাড়াও রাশিদ খান নেন একটি উইকেট।
রোববার (৩১ অক্টোবর) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে আফগানিস্তান। দলের হয়ে ৩৩ বলে ৪৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদ। নিজের শেষ ম্যাচে ৩১ রান করেছেন আফগান। শেষ মুহূর্তে আফগান অধিনায়ক নবি খেলেন ১৭ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস। এছাড়াও জাজাই করেছেন ৩৩ রান।
নামিবিয়ার হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন জেন নিকোল। এছাড়াও ট্রাম্পেলম্যান নেন ২ উইকেট এবং স্মিটের ঝুলিতে যায় একটি উইকেট।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]