মোঃ খায়রুল হাসান,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকা থেকে ৫জন জুয়ারী’কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১১। শনিবার (৩জুলাই) মোগরাপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার নগদ ৩১,৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৫ জন জুয়াড়ি’কে হাতে-নাতে আটক করা হয়। আটককৃতরা হলো, মোঃ আমীর হোসেন (৩৭), মোঃ মুকুল হোসেন (৩৮), মোঃ শাহীন হোসেন (৪০), শ্রী নিকেশ চন্দ্র দাস (৩৯), মোঃ জহিদুল হক @ জাইদুল (৩৮)। তাদের বাড়ী নারায়ণগঞ্জ ও লালমনিরহাট এলাকায়।
র্যাব-১১ এর এএসপি (সিপিএসসি,আদমজীনগর) মোঃ সম্্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।
তিনি আরো জানান, আটককৃতরা আরো জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]