নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪০ দিন পর বাড়ির পাশের ঝোপ থেকে উত্তম হালদার নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।উত্তম হালদার গোবিন্দপুর এলাকায় সুরেশ হালদারের ছেলে।
তিনি গত ৪০ দিন নিখোঁজ ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি উত্তম। গত ২৬ মার্চ উত্তমের ভাই অসীম হালদার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ঝোপে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পরে স্বজনরা উত্তমের লাশ শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাটি হত্যাকাণ্ড কি না, জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications