শিরোমনি ডেস্ক রিপোর্ট: ব্রাক্ষনবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা ও আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট আবদুস সাত্তার ভূঞার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদের তিন দিন ধরে কোনো খোঁজ নেই। প্রায় ৬৮ ঘণ্টা পার হলেও প্রশাসন তাঁকে খুঁজে বের করতে পারেনি। তাঁর স্ত্রী মেহেরুননিছা মেহেরীনও বাসায় নেই। সোমবার বিকেল থেকে তাঁর স্ত্রীর মুঠোফোন বন্ধ রয়েছে। বাসায় গিয়েও মিলেনি তাঁর স্ত্রীর দেখা। এদিকে আবু আসিফ আহমেদের নিখোঁজ হওয়ার অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ঢাকার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেছেন, স্থানীয় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা নির্বাচন কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদেরকে ইসি এমন কোনো নির্দেশ দেননি। আমাদের কাছে একটি প্রতিবেদন চেয়েছেন। আমরা সেটির জবাব দিয়েছি।’ তাঁকে খোঁজে পাওয়া গেছে কি না প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে তাঁর পরিবার কোনো অভিযোগই করেনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]