রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৬
নিখোঁজ দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ১নং ওয়ার্ড থেকে হারিয়ে যাওয়া শিশু জুনায়েদ ও সিয়াম নামের দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আইচা থানা পুলিশ।
জুনায়েদ দক্ষিণ আইচা থানার চর মানিকা ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার জামাল উদ্দিনের ছেলে। সিয়াম একই এলাকার বেলাল ফরাজীর ছেলে।
দক্ষিণ আইচা থানা পুলিশ জানায়, গত ৪ অক্টোবর জুনায়েদ ও সিয়াম পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়, অনেক খোঁজাখুজি করে তাদের না পেয়ে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন দক্ষিণ আইচা থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। পরে দক্ষিণ আইচা থানা পুলিশ ঢাকা সদরঘাটের মির্জাকালু লঞ্চ ঘাট থেকে শিশুদেরকে উদ্ধার করে শুক্রবার বেলা ১১টায় পরিবারের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহমেদ।
নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে জামাল উদ্দিন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.