রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নিজ ঘরে যুবককে কুপিয়ে হত্যা
রেদোয়ান হাসান ,সাভার,ঢাকাঃ সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে এলিম সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়ির এলাকার হাজী মোঃ ফজল হক সরকারের বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত এলিম সরকার ওই এলাকার হাজী মোঃ ফজল হকের ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে৷
স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী পাশের বাড়ি চার তলায় নির্মান কাজ দেখেতে যায়। এর ভেতর কোনো এক সময় ওই বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যায়। পরে স্ত্রী বাসায় এসে দেখে এলিম বিছানায় উপর ওপর হয়ে পড়ে আছে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে নিহতের মরদেহ হেফাজতে নিয়ে নেয়৷
নিহতের বাবা ফজল হক সরকার জানান, আমাকে সকাল ১০টার দিকে বাড়ি থেকে ফোন দেয় যে এলিমের অবস্থা খারাপ। কিন্তু বাড়িতে এসে দেখি এলিমে গায়ে-পেটে বড় ক্ষত। বছর খানেক আগে আমার ছেলের সাথে ডিসের ব্যবসা নিয়ে পাশের গ্রামে এক ব্যক্তির মারামারি হয়। আমরা কাউকে সন্দেহ করতে পারছিনা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ আমাদের হেফাজতে নিয়ে রেখেছি। নিহতের শরীরে গলায় ও পেটে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে৷ প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময় দুর্তৃত্তরা তাকে মেরে কৌশলে পালিয়ে যায়। আমরা পিবিআইকে খবর দিয়েছি পিবিআই ঘটনা স্থলে আসচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.