মিন্টু মিয়া, রৌমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ ও পথ সভা করা হয়েছে। বুধবার ২ মার্চ সকাল ১১টার দিকে সমাজতান্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন রৌমারী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কমরেড মহি উদ্দিন মহি, কমরেড আব্দুর রাজ্জাক, ময়েন উদ্দিন, ও ফিরোজ আহমেদ। এ সময় তারা বলেন যেভাবে চাল, ডাল ভোজ্যতেল, সার, কীটনাশকসহ অন্যান্য জিনিসের দাম বেড়ে চলেছে তাতে খেটে খাওয়া মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অনতিবিলম্ব নিত্যপণ্যের দাম কমানোসহ বেকারদের চাকরীর ব্যবস্থা, নিম্ন আয়ের মানুষদের রেশন চালু,, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নেয়ার, ও ষাটোর্ধো সকলকে ১০ হাজার টাকা করে ভাতা ব্যবস্থা চালু করণের জোর দাবী জানিয়েছেন।