বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে বাধা নেই নিপুণের। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসির চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবিই করেছিলেন এ অভিনেত্রী। এ সংবাদ সম্মেলনের পরদিনই নিপুণের নামে আদালত অবমাননার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন জায়েদ খান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) জায়েদ খানের আইনজীবী মো. আব্দুল কাইয়ুমের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান।
জায়েদের আইনজীবী মো. আব্দুল কাইয়ুম বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত যে স্থিতাবস্থা জারি করেছিলেন, নিপুণ আক্তার সে আদেশ মানছেন না। তিনি গতকাল (মঙ্গলবার) যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল! তাই তাকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। এরপরও যদি তিনি ওই পদে বসেন তবে আমরা আদালত অবমাননার মামলা করবো।
এদিকে নোটিশে উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। তাতে স্পষ্ট উল্লেখ আছে আপাতত পদটি শূন্য থাকবে। যতদিন না আমার মক্কেলের (জায়েদ খান) করা রুলের নিষ্পত্তি হবে। কিন্তু তার আগেই নিপুণ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা আদালত অবমাননার সামিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]