শিরোমনি ডেস্ক রিপোর্ট: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার তৃণমূল বিএনপি। যত দ্রুত সম্ভব এই দলকে নিবন্ধন দেওয়া হবে বলে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, আপিল বিভাগ থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে নিবন্ধন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু ইসি নিবন্ধন দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ আদালত রায়ের প্রেক্ষাপট যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে।মো. আলমগীর বলেন, আদালত তৃণমূল বিএনপির প্রতীকও নির্ধারণ করে দিয়েছে। তাদের প্রতীক হবে সোনালী আঁশ। আদালতের নির্দেশের পর এর মাঠের হিসাব দেখার সুযোগ নেই। তিনি বলেন, যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের। আবার আদালতের নির্দেশনা মানতেও ইসি বাধ্য। আদালতের নির্দেশের পর এখানে যাচাই করার কোনো প্রয়োজন নেই। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত দিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]