আব্দুল জলিল মিয়া,সাভার উপজেলা প্রতিনিধিঃ
৫ম ধাপের ইউপি নির্বাচনে সাভারের আশুলিয়া ইউনিয়নে নির্বাচনী কারচুপির অভিযোগে নৌকা প্রতীকে জয়ী প্রার্থী শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন প্রতিপক্ষ প্রার্থী রাজু আহমেদ। এ মামলায় বিবাদী হিসেবে শাহাব উদ্দিনের সাথে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে আসামী করা হয়েছে। এ মামলায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে। তবে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তাই আশুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার(০৮ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ায় সংবাদ সম্মেলন করে এ মামলার বিষয়ে জানিয়েছেন রাজু আহমেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গত নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দীতা করা রাজু আহমেদ।
প্রসঙ্গত গত ৫ জানুয়ারি এই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ হাজার ৪৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন শাহাব উদ্দিন মাদবর ও আনারস প্রতীকের রাজু আহমেদ পেয়েছিলেন ৬ হাজার ৮৫৪ ভোট।