রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নিসচা টঙ্গীবাড়ী শাখায় রাস্তা সুরক্ষা সপ্তাহ পালিত
মোঃ মাসুম, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে ৬ষ্ঠ ইউএন বিশ্বব্যাপি রাস্তা সুরক্ষা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ জেলার প্রধান গেটওয়ে মুক্তারপুর সেতুর দক্ষিণ পাড়ে কোবাদ আলী ট্রাফিক পুলিশ বক্স এর সামনে পালিত হলো ৬ষ্ঠ ইউএন বিশ্বব্যাপী রাস্তা সুরক্ষা সপ্তাহ। জাতিসংঘের ঘোষণা, সারা বিশ্বকে সড়ক দুর্ঘটনার হাত থেকে কমপক্ষে ৫০% মুক্ত করতে হবে। সে অনুযায়ী আমরা জাতিসংঘ সারাবিশ্বে কাজ করে যাচ্ছি, সড়ক দুর্ঘটনা মুক্ত করতে ১০বছরের একটি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তারই আজ ৬ বছর পালিত হচ্ছে কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষে পৌঁছাতে পারিনি, সড়ক দুর্ঘটনা মুক্ত করতে হলে সচেতনতার বিকল্প নেই। এবারের প্রতিপাদ্য বিষয় 'জীবনের জন্য রাস্তা' উক্ত অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টংগিবাড়ী শাখার সভাপতি এম. জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নিসচা টংগিবাড়ী শাখার উপদেষ্টা এডভোকেট সোহানা মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক কর্মকর্তা টি আই প্রশাসন মোঃ বজলুর রহমান ,মুন্সীগঞ্জ থানার ওসি অপারেশন আবু হানিফ , মুন্সীগঞ্জ থানার অফিসার ইব্রাহিম। নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুর ইসলাম কামাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন , সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সিহাব, নিসচা টংগিবাড়ী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সেতু দেওয়ান, দপ্তর সম্পাদক আরিফ হোসেন মন্ডল, যুব বিষয়ক সম্পাদক রানা মাসুদ কার্যকরী সদস্য আতিকুর রহমান, বাবুল শেখ, আক্কাস বেপারী প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.