রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা ভোলা: চরফ্যাসনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মোঃ কালু খাঁ(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ১৮ যাত্রী। ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। নিহত কালু মিয়া ওসমানগঞ্জ ইউনিয়নের মৃত আবদুল হাসেমের ছেলে।
সোমবার সকালে চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত ১৮ যাত্রী চরফ্যাসন ও ভোলার জেলার বিভিন্ন উপজেলার বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, সোমবার সকালে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে যাত্রবাহী বাসটি দক্ষিণ আইচা থেকে চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে আসে।ওই চরফ্যাসন- দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় দূর্ঘটানা কবলিত বাসের মধ্যে আটকে পড়ে মোঃ কালু মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। বাস থেকে লাফিয়ে পড়ে অপর ১৮ যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
চরফ্যাসন থানার ওসি মোহাম্মদ মোরাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.