মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নীলফামারী সদর উপজেলার গুড়গুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর উপবৃত্তির টাকা বিদ্যালয়ের দপ্তরী কামনৈশ প্রহরী নিতাই রায় আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। ঐ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা এমন অভিযোগ তুলেছেন।পঞ্চম শ্রেণির ছাত্র ননি গোপাল রায়, দিপু রায়, বিকাশ, সজিব, নবকুমার, সঞ্চিতা, আরমিনা, তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমনা, শুসমিতা, সংগিতা অভিযোগ করে জানায়, বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিতাই রায় আমাদের বাড়িতে আসেন। এসে বলেন স্কুল বন্ধ আপনারা উপবৃত্তির টাকা পেয়েছেন কি না আপনাদের মোবাইলটা নিয়ে আসেন।এই কথা বলে মোবাইলের টাকা বের করে নেয়। এভাবে জালিয়াতির মাধ্যমে শতাধিক ছাত্র-ছাত্রীদের টাকা বের করে আত্মসাৎ করে আবার কখনো পিন কোড বদলিয়ে দেন। গ্রামের মানুষ নিরক্ষর ও লেখাপড়া না জানার কারণে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছেন নিতাই।এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকার কারণে শিশু বাচ্চাদের বিস্কুটের প্যাকেট ১০/১২টি করে দিয়ে বাকি বিস্কুট বাড়িতে জমিয়ে বিভিন্ন ভাবে বিক্রয় করে ও অবিক্রিত বিস্কুটগুলো বাড়ির পালনকৃত গরুকে খাওয়ান নিতাই রায়। এছাড়াও ম্যানেজিং কমিটিকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে চুক্তিভিত্তিক আউটসোসিংয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন।অভিযুক্ত নিতাই রায় বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার ভূল হয়েছে ক্ষমা চাচ্ছি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, ‘উপবৃত্তির টাকার বিষয়টি আমরা স্থানীয় ভাবে মিমাংসা করে ফেলেছি।কিভাবে মিমাংমা করে ফেললেন বিষয়টি জানতে চাইলে অভিযোগকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপর ক্ষিপ্ত হয়ে তেরে আসেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। এ সময় তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবলা হায়দার দপ্তরী কাম নৈশ প্রহরী নিতাই রায়কে বাঁচাতে বিভিন্ন প্রভাব বিস্তার করেন ও সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি গতকাল আমাদের মিমাংসা হয়েছে এবং আরো বলেন,আপনাদের কিছু করার থাকলে করেনএ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য ২ জন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আগামী ২দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত করবেন তারা। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দপ্তরী কামনৈশ প্রহরী নিতাই রায়ের বিরুদ্ধে, দোষী সাবস্ত হলে তার চাকরির চুক্তি বাতিল করা হবে।’
৮ views