রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নীলফামারীতে দ্বিতীয় পর্যায়ে ১০১০টি ঘর পেল
মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে সারা দেশে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ঘর ও জমি পেলেন নীলফামারীর ১০১০ টি গৃহ ও ভূমিহীন পরিবার। নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়নের রামকলায় গৃহ ও ভূমিহীন দের জন্য তৈরি করা আশ্রয় কেন্দ্রর
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরে গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও সনদপত্র প্রদান করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার মোছাম্মদ লিজা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান জনাব সাহিদ মাহমুদ ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী । এসময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ্এলিনা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খোকশাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব বদিউজ্জামান প্রধান।নীলফামারীতে দ্বিতীয় পর্যায়ে ১২৫০ টি পরিবার ঘর পাওয়ার কথা থাকলে ও ঘর পান ১০১০ টি পরিবার আর বাকি ২৪০ টি ঘরের কাজ শেষ না হওয়ার জন্য ২৪০ টি পরিবার কে পরে সেই ঘর দেয়া হবে বলে জানা যায় ।দ্বিতীয় পর্যায়ে নীলফামারীতে ১২৫০ ঘরের মধ্যে নীলফামারীর সদরে ২২০ টি সৈয়দপুরে ৬০ টি, কিশোরগঞ্জে ১৭০ টি, ডোমারে ৩০০ টি,ডিমলায় ২০০ টি ও জলঢাকা উপজেলায় ৩০০ টি পরিবার কে ঘর দেয়া হয়, এবং প্রতিটি ঘর নির্মাণে ব্যয়ে হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.