রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নীলফামারীর ডিমলা উপজেলাকে শতভাগ স্কাউট ঘোষনা
মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠিত হওয়ায় উক্ত উপজেলাকে শতভাগ স্কাউট ঘোষনা করা হয়।এ উপলক্ষে মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে উপজেলার সব প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিট লিডারদের সমন্বয়ে "শতভাগ উদযাপন" অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউটস এর জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিমলা উপজেলা স্কাউটস'র সভাপতি জয়শ্রী রানী রায়, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবতী, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা ছিদ্দিকা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক আব্দুর রশিদ, দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাইদ, স্কাউটস এর জেলা সম্পাদক গোলাম কিবরিয়া, জলঢাকা উপজেলার সাধারন সম্পাদক গোলাম মুর্তজা ইসলাম, উপজেলা স্কাউটস এর সহ সভাপতি লুৎফর রহমান, উপজেলা সম্পাদক প্রশান্ত কুমার দত্তসহ কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কাউটস ছালাম বিনিময় ও স্কাউটস সঙ্গীত গাওয়া হয়।অতঃপর বেলুন উড়িয়ে ডিমলা উপজেলাকে শতভাগ স্কাউটস ঘোষনা করেন জেলা স্কাউটস সভাপতি ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.