রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নীলফামারী জেলায় করোনা শনাক্ত ৬ জন
মো: জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
গত ২৪ ঘণ্টায় নীলফামারী জেলায় ৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে নীলফামারী সদরে ২ জন, সৈয়দপুরে ৩ জন এবং ডোমারে ১ জন। এন্টিজেন নমুনায় শনাক্ত নীলফামারী সদরের ২ জন হলেন- সদরের খোকশাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টেপুরডাঙ্গা গ্রামের স্বামী-স্ত্রী যথাক্রমে আব্দুর রশিদ (৫৮) ও রশিদা বেগম (৪৫)।সৈয়দপুরের ৩ জন শনাক্ত ব্যক্তি যথাক্রমে উপজেলার বাঙালিপুর ৩ নং ওয়ার্ডের সুরাইয়া ইসলাম (২৮) ও তার ১১ মাসের শিশু সন্তান সারা এবং কয়ানিজপাড়ার ফারহানা (২৬)।এদিকে দিনাজপুর পিসিআর ল্যাবে নীলফামারীর ১২ নমুনায় ডোমার উপজেলার ১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি হলেন ডোমার উপজেলার মেলাপাঙ্গা গ্রামের রহিমা (৩৫)। এযাবৎ নীলফামারী জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৫৭৯ জন ও সুস্থ হয়েছেন ১৫১৫ জন। যার মধ্যে নীলফামারী সদরের ৮১৯ শনাক্ত ও সুস্থ ৮০৩ জন। সৈয়দপুরের ২৫৪ জন শনাক্ত হলেও সুস্থ হয়েছেন ২৩১ জন। ডোমার উপজেলায় শনাক্ত হয়েছেন ১১৮ জন এবং সুস্থ হয়েছেন ১১৩ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.